Thursday, February 27, 2014

কীভাবে লাইকস প্লানেটে সাইন আপ করবেন

কীভাবে লাইকস প্লানেটে সাইন আপ করবেন

লাইকস প্লানেটে সাইন আপ করা অত্যন্ত সহজ একটি কাজ। লাইকস প্লানেটে সাইন আপ করতে এখানে ক্লিক করুন।
নিচের ছবির মত সাইন আপ করুন।
ইউসারনেম বক্সে আপনি আপনার ইউনিক নেম দিন। ইমেইল বক্সে এবং রিপিট মেইল বক্সে একই মেইল প্রবেশ করুন। পাসওয়ার্ড বক্স ও রিপিট পাসওয়ার্ড বক্সে একই পাসওয়ার্ড দিন। রেফারেল বক্সে আমার নাম goodwill দেওয়া আছে।
এখন রেজিস্টারে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে তৎক্ষনাত সাইন আপ হয়ে যাবে। ইমেইল ভেরিফিকেশনের জন্য আপনার মেইল বরাবরে কোম্পানি একটি কন্ফার্মেশন ইউআরএল পাঠাতে পারে। তখন আপনি আপনার মেইলে গিয়ে কনফার্ম করে দিবেন। এইভাবে আপনি আপনার একাউন্ট ক্রেট করতে পারেন।
না বুঝলে আমি তো আছিই। আমার ঠিকানা নিচে দেওয়া হল

লাইকস প্লানেটে কীভাবে দ্রুত আয় করবেন।

লাইকস প্লানেটে কীভাবে দ্রুত আয় করবেন।

আপনি যদি এখনও লাইকস প্লানেটে সাইন আপ করে না থাকেন তাহলে কী করে সাইন আপ করতে হয় তা নিচের পোস্টে দেখুন।
আপনি কী জানেন আপনার নেট স্পিড যদি নূন্যতম ১৮ কেবিপিএস স্পিড এভারেজ হয় আপনি মাত্র ৩০ মিনিটের মধ্যে .১ ডলার ইনকাম করতে পারবেন। আর যদি মিনিমাম ৪ ঘন্টা আপনি শ্রম দিতে পারেন তাহলে আপনি ১ ডলার ইনকাম করতে পারবেন।
তো শুরু করা যাক কিভাবে দ্রুত ইনকাম করবেন।
সাইন আপ করার পর আপনি নিচের চিত্র অনুসরণ করুন।
দেখবেন ছবির বাম পাশে আর্নস পয়েন্টস নামে একটি অপশন আছে। সেখানে আপনি আপনার মাউস নিয়ে যান। ফেসবুক নামে একটি অপশন দেখতে পাবেন। আর্নস পয়েন্টস ক্যাটাগরিতে যে কয়েকটি অপশন আছে তন্মধ্যে ফেসবুক এর কাজ করে সবচেয়ে দ্রুত ইনকাম করা যায়।
ফেসবুক লাইক, শেয়ার, ফটো লাইক, ফলোয়িং করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক ইউজার নেইম প্রোভাইড করে একাউন্ট চিনে দিবেন। এক্ষেত্রে পারসোনাল প্রোফাইল ইউজ না করাই উত্তম। কারণ অনেক খারাপ ছবি বা ফাউল লোক থাকে যাদের লাইক বা ফলো করতে হয়। এজন্য আপনি একটি ফেক প্রোফাইল ক্রেইট করে সেই আইডি আপনি লাইকস প্লানেটে ইউজ করতে পারেন। আর যে ভাইদের ফেক প্রোফাইল আছে তাদের আর নতুন করে ক্রেইট করার পয়োজন নাই।
ফেসবুক প্রোফাইল এড করার পর যে কাজটি করবেন সেটা আপনার সময় এবং মেগাবাইট বাচাবে। সেটা হল আপনি আপনার ব্রাউজারের কন্টেন্ট সেটিংস এ গিয়ে ইমেজ লোড বন্ধ করে দিন। এটি যদি আপনি সাক্সেসফুল্লি করতে পারেন আপনি দ্রুত লাইক, শেয়ার সব করতে পারবেন। এভাবে আপনার পয়েন্ট প্রচুর পরিমানে বাড়তে থাকবে।
আপনার যখন লাইক দেওয়া শেষ হবে তখন আপনি আবার রিলোড দিবেন তাহলে আপনি আবার নতুন পেজ পাবেন। সবচেয়ে টাকা এবং পয়েন্ট পাওয়া যায় পেজ লাইক এবং ফটো লাইকে।
এখানে আপনি লাইক করবেন, পেজ শেষ হবে, আবার রিলোড দিবেন।
যখন আপনি দেখবেন আপনি মিনিমাম ৫০০ পয়েন্ট অর্জন করেছেন তখন আপনি উপরের ছবির মত আর্নস পয়েন্ট ট্যাবে গিয়ে নিচে দেখবেন ডেইলি কন্টেস্ট, সেখানে ক্লিক করে আপনি আরও বোনাস পয়েন্টস জিততে পারবেন।
আরও শত শত পয়েন্ট জিততে চাইলে আপনি একটি সিম্পল ব্লগ তৈরী করে ইংলিশে আপনি আপনার পেমেন্ট প্রুফ সহ লাইকস প্লানেটের কাজের বর্ননা দিয়ে একটি ব্লগ তৈরী করবেন। তারপর সেটা আপনি Earn per blog এ গিয়ে আপনার ব্লগের এড্রেস সাবমিট করবেন। এভাবে আপনি নূন্যতম না হলেও ৫০০ পয়েন্টস জিততে পারবেন।
[মনে রাখবেন ৫০০০ পয়েন্টেস এ ১ ডলার]
সুতারং একটু কষ্ট করলে ফ্রি ফ্রি আপনি অনেক পয়েন্টস পাবেন।
পয়েন্টস পাওয়া বা টাকা ইনকাম করার সবচেয়ে সহজ এবং মার্জিত উপায় হচ্ছে রেফারেল বাড়ানো।
কীকরে রেফারেল বাড়াবেন-
একটু পরিশ্রম করলে রেফারেল বাড়ানো অত্যন্ত সহজ। আপনি আপনার পেমেন্ট প্রুফ নিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ডদের দেখাবেন, যে এখানে অতি সহজে কাজ করে ডলার ইনকাম করে তাও আবার সাথে সাথে পাওয়া যায়। দেখবেন না হলেও আপনার ৩০ জন ফ্রেন্ড আপনার রেফারে জয়েন করবে এবং তাদের একটিভ থাকতে বলবেন। নিজেও একটিভ থাকবেন। কারন আপনি যদি মিনিমাম দিনে .১ ডলার ইনকাম না করেন তাহলে আপনি আপনার রেফারেল কমিশন পাবেন না।
আপনার প্রোমোশনাল লিংক নিয়ে আপনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম যেমন বটনেট, ব্ল্যাকহ্যাট, স্লাইডশেয়ার এ গিয়ে একটু ডিটেইলস দিয়ে আপনার পেমেন্ট প্রুফ সহ সাবমিট করবেন, তারপর রেজাল্ট দেখবেন। হাজারে হাজারে ইউজার আপনার নিচে সাইন আপ করেছে। আপনি যদি নূন্যতম ১০০ জন একটিভ রেফারের অধিকারী হন আপনাকে ঠেকায় কে?
কমিশন পাবেন নিচের .১+(১০০*.০৩)= ৩.১ ডলার।
কিন্তু এইটা পেতে হলে আপনাকে অবশ্যই .১ ডলার ইনকাম করতে হবে।
আপনার আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি।

যারা লাইকস প্লানেটে সাইন আপ করতে পারছেন না তারা একটু এদিকে আসেন

যারা লাইকস প্লানেটে সাইন আপ করতে পারছেন না তারা একটু এদিকে আসেন

অনেক অভিযোগ পাচ্ছি যে লাইকস প্লানেটে সাইন আপ করতে গেলে প্রবলেম হচ্ছে।
সাইন আপের লিংক এখানে
১ম  সমস্যা হল সাইন আপ করতে গেলে বলে Multiple accounts are not allowed. এইটার প্রধান কারন হচ্ছে আমাদের দেশে অনেকে ফ্রি নেট ইউজ করে। ফলে একই আইপি দেশের অনেক লোকের পি,সি তে সো করে। এর ফলে এই সমস্যাটি হয়ে থাকে।
২য় সমস্যা হল সাইন আপ করতে গেলে বলে Your account is not valid. এই সমস্যার কারন হতে পারে আপনি দুই বক্সে একই ইমেইল দিতে পারেন নাই। এর সমাধান হল আপনি আপনার জিমেইল এক ট্যাবে ওপেন রেখে সেই জিমেইল প্রোভাইড করুন সাইন আপ বক্সে। তাহলে হয়ে যাবে।
১ম সমস্যার সমাধান হিসাবে আপনি যা করতে পারেন তা নিচে দেওয়া হল-
আপনি আপনার পি,সি রিস্টার্ট করে আবার নেট কানেক্ট দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তাও যদি কাজ না হয় তাহলে আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডার চেঞ্জ করে দেখতে পারেন। ধরেন, আপনি গ্রামিন ফোন ইউজ করেন। তাহলে আপনি এয়ারটেল অথবা বাংলালিঙ্ক যে কোন একটা মোবাইল কম্পানির নেটওয়ার্ক কিছুক্ষনের জন্য ব্যবহার করে সাইন আপ করে নিতে পারেন।
একবার সাইন আপ হয়ে গেলে পরে যে নেটওয়ার্কই ইউজ করেন না কেন আর কোন সমস্যা নাই।
তাও যদি প্রবলেম একই থাকে শেষ চিকিৎসা হল প্রক্সি সফ্টওয়ার ইউজ করা।
একটি ভাল মানের প্রক্সি সফ্টওয়ার আপনি গুগলে সার্চ করে নিতে পারেন।
আমি একটি ফ্রি প্রক্সি সফ্টওয়ার দিচ্ছি। এখানে থেকে ডাউনলোড করুন।
সফ্টওয়ার ডাউনলোড করার পর আপনি ইন্সটল করে আমেরিকা অথবা অন্য যে কোন দেশ সিলেক্ট করে নিয়ে সাইন আপ করুন। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।
তাও যদি কাজ না হয় তাহলে প্রিমিয়াম কিছু আইপি সফটওয়ার আমি আপনাদের ফ্রি দিতে পারি যেগুলো খুবই ভালো। এগুলো দিয়ে আপনারা নানান সাইটে কাজ করতে পারবেন। ক্রেইগলিস্টে যারা করেন তারাও করতে পারবেন। তাছাড়া আমেরিকান যেসব সাইটে প্রবেশ করা যায় না সেগুলোতেও ভিজিট করতে পারবেন।
সফ্টওয়ার গুলি ডাউনলোড করতে হলে আপনাকে ছোট একটি সারভে কমপ্লিট করতে হবে।  ডাউনলোড করুন এখানে
এরপরও আর কোন সমস্যা হলে আমাকে পাবেন ফেসবুকে।
ফেসবুকের লিঙ্ক মোবাইল নাম্বার সাইটের একদম নিচে দেওয়া আছে।

লাইকস প্লানেটে কাজ করে টাকা উইথড্র করবেন কীভাবে

লাইকস প্লানেটে কাজ করে টাকা উইথড্র করবেন কীভাবে

যারা অলরেডি লাইকস প্লানেটে সাইন আপ করে কাজ শুরু করেছেন অথচ চিন্তা করছেন এই টাকা কীভাবে উইথড্র করবেন তাদের বলি চিন্তার কোন কারণ নাই।
আর যারা এখন লাইকস প্লানেটে সাইন আপ করেন নাই তারা দেরি না করে এখনি সাইন আপ করুন। এখানে
বলে রাখি লাইকস প্লানেট শুধু ওকেপে এবং পেপাল সাপোর্ট করে।  লাইকস প্লানেট, পেজা সরাসরি সাপোর্ট করে না। কিন্তু  লাইকস প্লানেট থেকে অতি সহজে পেজাতে টাকা ট্রান্সফার করা যায়। এজন্য প্রথমে ওকেপেতে টাকা ট্রান্সফার করতে হবে। ওকেপে আবার ইগোপে সাপোর্ট করে। ওকেপে থেকে ইগোপেতে টাকা পাঠাতে কয়েক মিনিট লাগে এবং কোন ট্রান্সফার ফি লাগে না। ইগোপে থেকে আবার পেজাতে পাঠানো যায় ইন্সট্যান্ট এবং ফ্রি চার্জে।
লাইকস প্লানেটে যদি মিনিমাম .১ ডলার ইনকাম করে থাকেন তাহলে সেটা তৎক্ষনাত ওকেপেতে সেন্ট করতে পারবেন।
ওকেপেতে সাইন আপ করা অত্যন্ত সহজ। তাই দেখানোর প্রয়োজন মনে করলাম না। কিন্তু ওকেপে থেকে কীভাবে ইগোপেতে টাকা ট্রান্সফার করবেন তা নিচের চিত্রে দেখুন।
চিত্রের ন্যায় operations এ ক্লিক করুন।
 এরপর withdraw money তে ক্লিক করুন।
স্ক্রল ডাউন করে নিচে ইগোপে দেখতে পাবেন। ঐ খানে ক্লিক করলে আপনার ইগোপের মেইল চাবে। তখন মেইল দিয়ে সেন্ড করবেন।
ওকেপেতে সাইন আপ করার লিংক এখানে।

Sign up for OKPAY and start accepting payments instantly.
বলে রাখা বাহুল্য যে, ওকে পে থেকে ইগোপেতে টাকা ট্রান্সফার করতে মিনিমাম ১.৫ ডলার লাগে। .১ ডলার সেন্ট করতে পারবেন না। .১ মানে মাত্র ৭.৫ টাকা। এখন ৭.৫ টাকা তো কোন ব্যাংকে এমনকি বিকাশও সাপোর্ট করে না। এই জন্য মিনিমাম ১.৫ ডলার হলে আপনি ওকেপে থেকে ইগোপেতে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ওকেপেতে সাইন আপ করার সময় ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী সাইন আপ করবেন।
কারন ওকে পে এখন বর্তমানে ভেরিফাইড আইডি ছাড়া টাকা উইথড্র করতে দেয় না। ভেরিফাই করার জন্য আপনাকে আপনার আইডি কার্ড এর স্ক্যান কপি আপলোড করে দিলেই চলবে। এপ্রুভ হতে মাত্র ১ দিন লাগে।
সব ঠিক থাকলে ইগোপেতে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
ইগোপেতে কাজ করা অত্যন্ত সহজ।
ইগোপেতে সাইন আপের লিঙ্ক এখানে
উইথড্র অপশনে গিয়ে দেখবেন পেজা অপশন আছে।
পেজাতে টাকা সেন্ট হতে মাত্র ১ দিন লাগে।
পেজাতে টাকা চলে আসলে উইথড্র অপশনে গিয়ে দেখবেন বাংলাদেশের সকল ব্যাংক সাপোর্ট করে। যেকোন একটি ব্যাংকের ফুল ডিটেইলস দিয়ে উইথড্র দিলে পেজা থেকে বাংলাদেশের ব্যাংকে আসতে সর্বোচ্চ ৭ দিন লাগে।
[আপনি যদি এই সব সহজ নিয়মকে মনে করেন অনেক বড় কঠিন ঝামেলা তাহলে আপনি বাংলাদেশ ত্যাগ করতে পারেন। কি করবেন, বলেন বাংলাদেশরে এই সব কম্পানি দেশই মনে করে না। এইজন্য পেমেন্টে এত ঝামেলা পোহাতে হয়।]
তো আপনারা যদি উপরোক্ত নিয়ম না বুঝতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকের লিংক নিচে দেওয়া আছে। মোবাইল নাম্বার

যেভাবে লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করবেন

যেভাবে লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করবেন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করতে পারছেন না। তাদের জন্য আজকের এই পোস্ট।
প্রথমেই লাইকস প্লানেটে লগইন করেন। আর যারা সাইন আপই করেন নাই তারা সাইন আপ করেন এখানে
লগইন করার পর অন্য একটি ট্যাবে ফেসবুক চালু করে রাখুন। লাইকস প্লানেটে লগইন করার পর নিচের লিঙ্গে ক্লিক করুন।
http://likesplanet.com/fbphotosusername.php
উপরের লিঙ্কে প্রবেশ করার পর নিচের চিত্র অনুসরণ করুন।
দেখতে পাবেন ফেসবুক ডিসপ্লে নেম নামে একটি বক্স এসেছে। ঐ বক্সে আপনার ফেসবুক ইউজার নেম দিন।
ফেসবুক ইউজার নেম পাবেন আপনার ফেসবুক প্রোফাইল লিংকে। www.facebook.com/xxxxx
লাল জায়গায় আপনার ফেসবুক ইউজার নেম থাকে। ইউজার নেম কপি করে উপরের হলুদ ফাকা জায়গায় পেস্ট করে দিন। তারপর সেট একাউন্টে ক্লিক করুন। তাহলেই ফেসবুক একটিভ হবে। তারপর ব্লগের নিম্নাংশে কিভাবে দ্রুত লাইক করে টাকা ইনকাম করতে পারবেন তার পূর্নাঙ্গ টিউটোরিয়াল দেওয়া আছে।
তারপরও যদি কোন সমস্যায় পরেন তাহলে তো আমি আছি। 
আমার প্রোফাইল লিংক এবং মোবাইল নাম্বার ব্লগের নিচে দেওয়া আছে। 

লাইকস প্লানেট থেকে পেমেন্ট সরাসরি পেজাতে উইথড্র করুন।

লাইকস প্লানেট থেকে পেমেন্ট সরাসরি পেজাতে উইথড্র করুন।

ফেসবুক লাইক করে আর্ন করার যত গুলো সাইট আছে তার মধ্যে লাইকস প্লানেটই সবচেয়ে ভাল। ১০০% পেমেন্ট নিশ্চয়তা থাকায় কাজ করে মজা। তবে লাইকস প্লানেটে কাজ করে টাকা উইথড্র করা ছিল খুব জটিল। আপনি যদি নূন্যতম ০.১০ ডলার আর্ন করতে পারেন তাহলে সেটা প্রথমে ওকেপেতে ট্রার্নস ফার করতে হতো। তারপর ইগোপে তারপর পেজাতে। কিন্তু নতুন সিস্টেম চালু হয়েছে পেজা মেথড লাইকস প্লানেট এ এড করে। আপনি যদি ১ ডলার ইনকাম করেন তাহলে সেটা পেজাতে সেন্ড করে মাত্র ১২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।
জীবনে অনেক ভাওতাবাজি সাইট এ কাজ করে যারা মনে করেন যে ইন্টারনেট থেকে টাকা কামানো যায় না তারা লাইকস প্লানেট এ একবার কাজ করে দেখেন অনেক সহজ।
লাইকস প্লানেট এ কী করে কাজ করবেন- আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তারপর আপনার ফেসবুক ইউজার নেম সেট করতে হবে। তারপর আর্নস পয়েন্টস এ গিয়ে ফেসবুক লাইক এ গিয়ে ধুমসে লাইক করতে থাকেন। একটা কথা বলে রাখি ১ ডলার= ৫০০০ পয়েন্টস। সুতরাং ৫০০০ পয়েন্টস আপনি আর্ন করতে গেলে শহীদ হয়ে যাবেন। কিন্তু কিছু সহজ উপায়ে মাত্র একদিনেই এই ৫০০০ পয়েন্টস ইনকাম করতে পারবেন। আমি পেজাতে যে পেমেন্ট পেয়েছি তা দেখুন নিচের ছবিতে

লাইকস প্লানেটে কীভাবে সাইন আপ করবেন, কী ভাবে ইউজার নেম সেট করবেন, কীভাবে রেফারেল বাড়াতে পারবেন, কীভাবে দ্রুত ও কম সময়ে অধিক আর্ন করতে পারবেন তা আমি আমার ব্লগে ছবি সহ পূর্নাঙ্গ টিউটোরিয়াল দিয়েছি, একটু নিচের পোস্ট গুলো ধৈর্য সহকারে পড়েন পেয়ে যাবেন।