Thursday, February 27, 2014

যেভাবে লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করবেন

যেভাবে লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করবেন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা লাইকস প্লানেটে ফেসবুক ইউজার নেম সেট করতে পারছেন না। তাদের জন্য আজকের এই পোস্ট।
প্রথমেই লাইকস প্লানেটে লগইন করেন। আর যারা সাইন আপই করেন নাই তারা সাইন আপ করেন এখানে
লগইন করার পর অন্য একটি ট্যাবে ফেসবুক চালু করে রাখুন। লাইকস প্লানেটে লগইন করার পর নিচের লিঙ্গে ক্লিক করুন।
http://likesplanet.com/fbphotosusername.php
উপরের লিঙ্কে প্রবেশ করার পর নিচের চিত্র অনুসরণ করুন।
দেখতে পাবেন ফেসবুক ডিসপ্লে নেম নামে একটি বক্স এসেছে। ঐ বক্সে আপনার ফেসবুক ইউজার নেম দিন।
ফেসবুক ইউজার নেম পাবেন আপনার ফেসবুক প্রোফাইল লিংকে। www.facebook.com/xxxxx
লাল জায়গায় আপনার ফেসবুক ইউজার নেম থাকে। ইউজার নেম কপি করে উপরের হলুদ ফাকা জায়গায় পেস্ট করে দিন। তারপর সেট একাউন্টে ক্লিক করুন। তাহলেই ফেসবুক একটিভ হবে। তারপর ব্লগের নিম্নাংশে কিভাবে দ্রুত লাইক করে টাকা ইনকাম করতে পারবেন তার পূর্নাঙ্গ টিউটোরিয়াল দেওয়া আছে।
তারপরও যদি কোন সমস্যায় পরেন তাহলে তো আমি আছি। 
আমার প্রোফাইল লিংক এবং মোবাইল নাম্বার ব্লগের নিচে দেওয়া আছে। 

No comments:

Post a Comment